Internal Style Sheet Example

একটি নির্দিষ্ট এইচটিএমএল ফাইলে স্টাইল দেওয়ার জন্য Internal Style Sheet ব্যবহার করা হয়। Internal Style Sheet ব্যবহার করলে যতগুলো ওয়েব পেইজ থাকবে সব গুলোর জন্য আলাদা আলাদা ভাবে সিএসএস কোড লিখতে হবে। Internal Style Sheet ও ওয়েব পেইজ / এইচটিএমএল পেইজের head ট্যাগ এর ভেতর লিখতে হয়। তার জন্য head ট্যাগ এর ভেতর style নামে আরেকটা ট্যাগ এর ভেতর সিএসএস এর রুল গুলো লেখা হয়।