iOS বা আইফোনের জন্য অ্যাপ তৈরি করার গাইড লাইন

iOS বা আইফোনের জন্য অ্যাপ তৈরি করার জন্য সবার আগে যেটা লাগবে, তা হচ্ছে Mac OS X. আর তার জন্য লাগবে একটা ম্যাক বা ম্যাকবুক। আপনি যদি আপনার কম্পিউটারে ম্যাক অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারেন, তাহলেও আপনি পিসিতে iOS এর জন্য  অ্যাপ তৈরি করতে পারবেন। পিসিতে ম্যাক ইন্সটল করার পদ্ধতিকে Hackintosh বলে। Hackintosh ইন্সটল করার সকল ইন্সট্রাকশন Hackintosh.com এ পাবেন। সেখান থেকে দেখে আপনি পিসিতে ম্যাক ইন্সটল করতে চাইলে দেখে নিতে পারেন। বিদ্রঃ অপারেটিং সিস্টেম সম্পর্কে ভালো ধারণা না থাকলে চেষ্টা করা উচিত হবে না। তাহলে আপনার হার্ড ডিস্কের ডাটা হারাতে পারেন।

ধরে নিচ্ছি আপনার ম্যাক অপারেটিং সিস্টেম রয়েছে। আইফোনের জন্য অ্যাপ তৈরি করার জন্য আপনার দরকার হবে xCode IDE. লিঙ্ক এ গিয়ে ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারবেন। প্রথম আইওএস অ্যাপ কিভাবে তৈরি করা যায়, তা নিচে বিস্তারিত একটা লেখা রয়েছে, নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেনঃ

আইওএসের জন্য অ্যাপ তৈরি করার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগে, তা হচ্ছে অবজেক্টিভ সি অথবা সুইফট। বাংলায় সুইফট প্রোগ্রামিং এর উপর কিছু লেখা রয়েছে, সুইফট সম্পর্কে জানা না থাকলে  দেখে নিতে পারেন। সুইফট নতুন, সহজ এবং পরিপূর্ণ একটি ল্যাঙ্গুয়েজ। তাই বলব আইওএস এর অ্যাপ বা গেমস তৈরি করতে চাইলে সুইফট শিখে নিতে পারেন। আর আইওএস এর অ্যাপ তৈরি করা শিখতে পারলে একই ভাবে ম্যাকের জন্যও সফটওয়ার তৈরি করতে পারবেন। দুইটার এনভারনমেন্টই প্রায় একই রকম।

আইওএস এর অ্যাপ তৈরি করার টিউটোরিয়ালের জন্য বিখ্যাত ওয়েব সাইট হচ্ছে Ray Wenderlich এর সাইট। বিগিনার, ইন্টারমিডিয়েট বা প্রফেশনার, সব ধরণের টিউটোরিয়ালই পাওয়া যাবে সেখানে।

সুইফট প্রোগ্রামিং ব্যবহার করে আইফোনের অ্যাপ বা গেম তৈরি করার টিউটোরিয়াল নিয়ে Skip Wilson এর ইউটিউব চ্যানেল দারুণ কিছু  ভিডিও রয়েছে। সেগুলো ও দেখা যেতে পারে। Brian Advent  এর ইউটিউব চ্যানেলেও রয়েছে অসাধারণ সব টিউটোরিয়াল। এগুলো দেখে দেখে সুইফট প্রোগ্রামিং ব্যবহার করে আইফোনের জন্য অ্যাপ তৈরি করা সহজেই শেখা যাবে। এছাড়াও ইউটিউবে ios tutorial লিখে সার্চ করে অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে।

Udemy তে আইওএস এর অনেক গুলো ফ্রি কোর্স রয়েছে। নিজের পছন্দের কোর্সটি ফ্রি আইওএস কোর্স  লিঙ্ক এ গিয়ে করে নিতে পারেন।

এ ছাড়া আপনি HTML5 দিও আইওএস এর অ্যাপ তৈরি করতে পারেন। তার জন্য নিচের লেখা দুটি দেখতে পারেনঃ

আইফোনের অ্যাপ তৈরি করার অল্প কিছু টিউটোরিয়াল লিখেছি, সেগুলোর লিঙ্কঃ

2 thoughts on “iOS বা আইফোনের জন্য অ্যাপ তৈরি করার গাইড লাইন”

Leave a Reply